গণভোট ও উপ-রাষ্ট্রপতির পদ ফেরানোসহ ৬২ প্রস্তাব বিএনপির

নিজস্ব প্রতিবেদক
মোঃ সাইফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০৬:৫৫ অপরাহ্ন
গণভোট ও উপ-রাষ্ট্রপতির পদ ফেরানোসহ ৬২ প্রস্তাব বিএনপির

সংবিধান সংশোধনের জন্য ৬২টি প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এসব প্রস্তাবের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, সংসদে উচ্চকক্ষ সৃজন, গণভোটের বিধান পুনঃপ্রবর্তন, উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ সৃজনসহ আরও নানা বিষয়ে সুপারিশ করা হয়েছে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদের সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে বিএনপির প্রস্তাবগুলো জমা দেওয়া হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের কাছে প্রস্তাবনাগুলো হস্তান্তর করে।


প্রতিনিধি দলের প্রধান সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের প্রস্তাবনা, সূচনা এবং তফসিলসহ ৬২টি বিষয়ে সংশোধনী প্রস্তাব দিয়েছে বিএনপি। তিনি বলেন, "আমাদের প্রস্তাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা ও জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। আমরা পরপর দুইবারের বেশি কাউকে প্রধানমন্ত্রী না করার বিধান রাখার সুপারিশ করেছি। পাশাপাশি প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছি।"


সালাউদ্দিন আরও বলেন, বিএনপি সংসদে উচ্চকক্ষ সৃষ্টির প্রস্তাব করেছে। এছাড়া বিচার বিভাগের ক্ষেত্রে অধস্তন আদালতকে সুপ্রিম কোর্টের অধীনে রাখার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।


তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে জনগণের আকাঙ্ক্ষা উল্লেখ করে সালাউদ্দিন বলেন, "এটি মানুষের এক নম্বর চাওয়া। আমরা আদালতে বিচারাধীন থাকলেও আশা করি এটি জনগণের পক্ষে আসবে।" বিএনপি গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাবও করেছে।


তিনি আরও জানান, প্রস্তাবে রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বিভিন্ন বিষয়ের ভারসাম্য রক্ষার জন্য সুপারিশ করা হয়েছে।


বিএনপির প্রস্তাবনায় উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রীর পদ পুনঃপ্রবর্তনের কথা উল্লেখ করা হয়েছে। সালাউদ্দিন বলেন, "এই পদগুলো একসময় ছিল, আমরা তা ফিরিয়ে আনার প্রস্তাব করেছি। এগুলো ক্ষমতার ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


সংবিধান পুনর্লিখনের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, "আমরা ব্যাপক ভিত্তিতে সংবিধান সংশোধনের প্রস্তাব করেছি, যাতে গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠিত হয় এবং জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়।"


সালাউদ্দিন বলেন, "প্রধান উপদেষ্টা বলেছেন, বিষয়টি নিয়ে রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। আশা করি, প্রস্তাবগুলো কার্যকর পদক্ষেপে রূপান্তরিত হবে।"