ফেসবুকে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ায় পিরোজপুরে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক
সৈয়দ বশির আহম্মেদ, (জেলা প্রতিনিধি, পিরোজপুর)
প্রকাশিত: রবিবার ২৪শে নভেম্বর ২০২৪ ০৩:৩৭ অপরাহ্ন
ফেসবুকে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ায় পিরোজপুরে ছাত্রদল কর্মীদের উপর ছাত্রলীগের হামলা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জুলুহার বাজারে , ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের তিন কর্মীর উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৪ নভেম্বর) সকালে ছাত্রলীগের তিন কর্মী লোহার রড দিয়ে ছাত্রদল কর্মীদের পিটিয়ে গুরুতর আহত করেন।  


হামলার শিকার ছাত্রদল কর্মীরা হলেন- মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অভিযোগ উঠেছে, সমুদয়কাঠি ইউনিয়নের আওয়ামী লীগের সমর্থক ছাত্রলীগের তিন কর্মী, মো. রিয়াদ, সিয়াম এবং ফারজু, তাদের সংগঠনের অন্য সদস্যদের নিয়ে জুলুহার বাজারে হামলা চালান।  


আহত ছাত্রদল কর্মী সিয়াম শেখ জানান, "রিয়াদ ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন, এবং আমরা ওই ছবিতে 'হা হা রিঅ্যাক্ট' দেই। এরপর সকাল বেলায় রিয়াদ, সিয়াম ও ফারজুসহ ছাত্রলীগের ১০-১২ জন সদস্য লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়।"  


অপর হামলা শিকার মো. হাসান বলেন, "রিয়াদ এবং তার সহযোগীরা আমাদের পিটাতে থাকে, এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদের আটকিয়ে রাখে। আমরা কিছুই বুঝে উঠার আগে আমাদের ওপর হামলা চালানো হয়।"  


এদিকে, হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, "এরা ক্ষমতায় না থেকেও ছাত্রদলের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। রিয়াদ এবং তার বাহিনী গোটা ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে আইনের মাধ্যমে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।"  


সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির এই ঘটনার বিষয়ে জানিয়ে বলেন, "আজ সকালে দু’দলের মধ্যে বাজারে মারামারি হয়েছে। শুনেছি, ছাত্রদলের কর্মীরা শেখ হাসিনার ছবি নিয়ে 'হা হা রিঅ্যাক্ট' দেওয়ার পর এই ঘটনা ঘটেছে।"  


এ ঘটনার পর স্থানীয় পুলিশ অভিযোগ পেয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। তবে, অভিযুক্ত ছাত্রলীগ কর্মীদের মুঠোফোনে কল করা হলেও তারা ফোন রিসিভ করেননি।