নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সংস্কারের হয়ে গেলেই ভোটের রোডম্যাপ- ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
সৌরভ নূর , বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ১৭ই নভেম্বর ২০২৪ ০৭:২৪ অপরাহ্ন
নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, সংস্কারের হয়ে গেলেই ভোটের রোডম্যাপ- ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন এবং সহিংসতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্যা মোকাবিলা ও অপকর্মের বিচার নিয়ে সরকারের নেওয়া উদ্যোগের কথা জানান।  


ড. ইউনূস বলেন, “আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, বাংলাদেশ তখন ছিল অরক্ষিত, রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে।” তিনি জানান, কিছু ক্ষেত্রে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা হয়েছে, কিন্তু এসব ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে। “ধর্মীয় সহিংসতার অল্প কিছু ঘটনা ঘটেছে, তবে এর মূল কারণ ছিল রাজনৈতিক,” মন্তব্য করেন তিনি। তবে, তিনি নিশ্চিত করেন, দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।  


তিনি উদাহরণস্বরূপ বলেন, দুর্গাপূজা উপলক্ষ্যে ৩২ হাজার মন্দিরে উৎসব আয়োজনের নিরাপত্তা নিশ্চিত করা হয়। “আমরা একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি, যার ফলে হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে।” তিনি আরও বলেন, প্রতিটি সহিংস ঘটনা তদন্ত করা হচ্ছে এবং নিশ্চিত করা হচ্ছে, ভবিষ্যতে কোনো সহিংসতার শিকার যেন না হয়।  


ড. ইউনূস দেশের বন্যা পরিস্থিতিরও উল্লেখ করেন। তিনি বলেন, চলতি বছর ছয়টি বন্যা মোকাবিলায় সরকার সশস্ত্র বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করেছে এবং বিশ্বব্যাংকসহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় বন্যা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।  


বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। “বন্যার কারণে কিছু পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে, কিন্তু আমরা এর সমাধানে যথাসাধ্য চেষ্টা করছি। ডিমের সরবরাহ বাড়ানোর জন্য সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।” এছাড়া, সরকার টিসিবির মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে সহায়তা দিয়ে আসছে।  


ড. ইউনূস দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন নীতির কথা জানিয়ে বলেন, “জ্বালানি তেলের মূল্য সামান্য হলেও কমানো হয়েছে এবং শিল্প কারখানাগুলোর গ্যাস সরবরাহ বৃদ্ধি করা হয়েছে।” তিনি আরও জানান, চলতি বছরে বিদ্যুৎ ও গ্যাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরিবহন খাতে চাঁদাবাজি রোধের চেষ্টা চলছে।  


সর্বশেষ, তিনি জানান, আগামী দিনগুলোতে নেপাল থেকে পানিবিদ্যুৎ আমদানির ব্যবস্থা করা হয়েছে, যাতে দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলা করা যায়।