৪০ মামলার আসামী খাগড়াছড়ি দিদারুল আলমসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
আরিফুল ইসলাম মহিন -খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশিত: শুক্রবার ১৫ই নভেম্বর ২০২৪ ১০:৪২ পূর্বাহ্ন
৪০ মামলার আসামী খাগড়াছড়ি দিদারুল আলমসহ গ্রেফতার ৩

খাগড়াছড়ি জেলার পুলিশের বিশেষ অভিযানে ৪০ মামলার আসামী খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 


জেলা পুলিশের তত্ত্বাবধানে পুলিশ সুপার মো. আরেফিন জোয়েল বিভিন্ন অপরাধীকে গ্রেফতার করার লক্ষ্যে একটি চৌকশ টিম গঠন করেন। তথ্য প্রযুক্তির সহায়তায়, পুলিশের টিম গত ১৩ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে চিঠি পাঠিয়ে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলমের অবস্থান নিশ্চিত করে। এরপর চট্টগ্রাম খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


এছাড়াও, একইদিন রামগড় পৌর যুবলীগের যুগ্ম সম্পাদক বিষ্ণু দত্ত ও মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিলকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামিদের খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়েছে। 


এই গ্রেফতার অভিযানকে খাগড়াছড়ি জেলা পুলিশের একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আসামিরা একাধিক মামলার অভিযুক্ত, যার মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চাঁদাবাজি, ভূমিদস্যুতা এবং অন্যান্য গুরুতর অপরাধ রয়েছে। 


খাগড়াছড়ি জেলা পুলিশের কর্মকর্তারা জানান, অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অপরাধীকে ছাড়া দেয়া হবে না।