ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার অরুয়াইল বাজারে ব্যবসায়ী মো. বাচ্চু মিয়া’র উপর হামলা ও তার ছেলেকে মারধরের ঘটনায় ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গত ২৬ জুন এ ঘটনা ঘটে, যখন বাচ্চু মিয়া’র দোকানে হামলা চালিয়ে তার ছেলে মোজাম্মেল মিয়াকে মারধর ও হত্যাচেষ্টার পাশাপাশি নগদ ৫,৫০,০০০ টাকা ও প্রায় ১০০ পিস গ্যাস সিলিন্ডার লুট করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দোকানের মূল্যবান জিনিসপত্রও ভাঙচুর করা হয়, যার ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা।
অরুয়াইল ইউনিয়নের স্থানীয় ব্যবসায়ী গিয়াস উদ্দিনের মার্কেটের দোকানটি দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা চালাচ্ছিল আসামি পক্ষ। তাদের দাবির বিরুদ্ধে প্রতিবাদ করলে বাচ্চু মিয়ার ওপর হামলা হয় এবং তার ছেলেকে মারধর করা হয়। এরপর বাচ্চু মিয়া আদালতে মামলা দায়ের করেন এবং সিআইডি তদন্ত শুরু করে।
মামলার তদন্তে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত জুলাই মাসে ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আসামিরা হলেন মোঃ খসরু মিয়া, রফিকুল ইসলাম, সাইদুল ইসলাম ও নাদিম হক।
এ বিষয়ে সরাইল থানার তদন্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান জানান, গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর পুলিশ অভিযানে নেমেছে এবং আসামিদের গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।