প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৬:৩

বরিশালে বিএনপির নেতাকর্মীরা আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) উপজেলা বিএনপি এবং এর সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে একত্রিত হন। সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন।
