উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) আবুবকর সরকার,এ সময় উপস্থিত ছিলেন।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মনছুর আহমেদ, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মূধা আহমেদুল কামাল, সভায় উপস্থিত ছিলেন সরাইল থানা পরিদর্শক( তদন্ত)মো.জহিরুল ইসলাম, সরাইল উপজেলা জামায়াত ইসলামী আমির মো. এনাম খান। সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসাইন, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম মানিক। মাওলানা মইনুল ইসলাম খন্দকার।সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা মাধ্যমিক অফিসের,ইতি বেগম, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ডিউটি আক্তার। উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুল হক, সরাইল উপজেলা রিপোর্টাস ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন, সাংবাদিক মো.শরিফ উদ্দিন,সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা,শিক্ষকএবং স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আইয়ুব খান। সঞ্চালনা করেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: জান্নাত সুলতানা সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুবকর সরকার। বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়।