প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯

ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতির খবরে দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে দেশি পেঁয়াজের দাম। রবিবার (৭ ডিসেম্বর) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা গেছে, দেশি মুড়ি কাটা পেঁয়াজ কেজিপ্রতি ১০ টাকা কমে ১০০ টাকায় এবং শুকনো দেশি পেঁয়াজ কেজিপ্রতি ২০ টাকা কমে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মোকামে দাম কমে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়তে শুরু করেছে। এতে স্বস্তি ফিরছে সাধারণ ক্রেতাদের মাঝে।
