
প্রকাশ: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭

চায়ের জনপদ হিসেবে পরিচিত মৌলভীবাজারে ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসেছে শীত। গত কয়েকদিন ধরে জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঘন কুয়াশা ও হিমেল হাওয়া এখন জনজীবনকে স্থবির করে দিয়েছে। টানা কয়েকদিন ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করার পর শনিবার ভোরে জেলার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। একই তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড় ও তেতুলিয়ায়।
