তিনি বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রটির সেবা সুবিধা সীমিত। এলাকার প্রায় লাখো মানুষের চিকিৎসা নিশ্চিত করতে এটিকে দ্রুত ১০ শয্যার হাসপাতালে রূপান্তর প্রয়োজন।
বক্তারা অভিযোগ করেন সুবিধার অভাবে এলাকার মানুষকে সামান্য চিকিৎসার জন্য দূরবর্তী স্থানে যেতে বাধ্য হতে হচ্ছে। এতে ভোগান্তি বাড়ছে এবং জরুরি সময়ে ঝুঁকিও তৈরি হচ্ছে।
স্থানীয়রা দ্রুত সরকারি পদক্ষেপের মাধ্যমে উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে ১০ শয্যা হাসপাতালে উন্নীত করার দাবি জানান।
মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে তাদের দাবির কথা তুলে ধরেন।