কুমিল্লার দেবীদ্বার উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দেবীদ্বার থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মঈন উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
সভায় দেবীদ্বারের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে গিয়ে বক্তারা বলেন, কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার নিউমার্কেট এলাকায় যানযট নিরসনে কার্যকরী ভুমিকা গ্রহন, হাসপাতালে দালাল দৌরাত্ম্যে বন্ধ ও মানহীন ঔষধ প্রেসক্রিপশন করে তা বিক্রির মাধ্যমে জনসাধারণের সাথে প্রতারণা বন্ধে কার্যকর ভূমিকা, উপজেলা পরিষদ হতে নিউমার্কেট এবং পান বাজার হতে সরকারি হাসপাতালের রাস্তার দুইপাশের ফুটপাত দখল মুক্ত করার পদক্ষেপ গ্রহন ও ভোক্তা অধিকার আইনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আরো বৃদ্ধি করে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা। উপজেলার বিভিন্ন এলাকায় ধর্ষণ, চুরি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণে থানা পুলিশকে আরো জোরদার ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও দেবীদ্বারের গ্যাস সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।
আইনশৃঙ্খলা সভা শেষে একই স্থানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে অপর এক সভায় আসন্ন ৪ডিসেম্বর দেবীদ্বার হানাদার মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।