ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর -২০২৫) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনের কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবুবকর সরকারে'র সভাপতিত্বে উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।নবাগত ইউএনও'মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে পরিচিত হন এবং স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় সভাপতি'র বক্তব্য ইউএনও আবুবকর সরকার বলেন, আমি সবেমাত্র যোগদান করেছি। এ উপজেলার আইনশৃংখলা নিয়ন্ত্রনসহ সকল সমস্যা উত্তরনে আপনাদের সকলের একান্ত সহযোগিতা প্রয়োজন। আপনাদের সহযোগিতায় এ উপজেলার সকল উন্নয়নমুলক কাজ এগিয়ে নিতে পারবো। দাঙ্গা ও মাদকের বিষয়ে কোনো আপোষ নেই। দাঙ্গা এবং মাদক এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে। মাদকের বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স। মাদক সেবনকারী মাদক ব্যবসায়ী মাদকের সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এলাকায় দাঙ্গাবাজদের উস্কানি দাতা এবং দাঙ্গায় যারা জড়িত তাদেরকে খুঁজে বের করে আইনের কঠোর ব্যবস্থা গ্রহণ করে এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হবে।এ সময় উপজেলা আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন,সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. বিল্লাল,সরাইল থানা পরিদর্শক (তদন্ত) মো. জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো.আনিছুল ইসলাম ঠাকুর, উপজেলা জামায়াত ইসলাম আমির মো.এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন মাস্টার, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, শাহজাদা পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মাসুদ রানা, মাও. মাইনুল ইসলাম খন্দকার, মাওলানা জহিরুল ইসলাম, এনসিপির হাজী মো. মোবারক হোসেন। মো. আইয়ুব খান, মো. মমিন মিয়া।
সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান,সাংবাদিক তৌফিক আহমেদ তাফসির ও সাংবাদিক মো. শরিফ উদ্দিন,এ ছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত সুলতানা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার।অত্র উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন নবাগত ইউএনও। আইন-শৃঙ্খলা বিষয়ক সভায়,মাদকদ্রব্য ও সরাইলে গোষ্ঠীগত দাঙ্গা, অবৈধ স্থাপনা উচ্ছেদ ওফুটপাত দখলমুক্তকরন, ভেজাল মসল্লা, যানজট, ,ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
সভায় বক্তরা তাদের বক্তব্যে উপজেলায মাদক, দাঙ্গা , ভেজাল মসল্লা,যানজট, চুরি-ডাকাতি বৃদ্ধির কথা উল্লেখ করেন। তারা এসব রোধ করা ও সমস্যার সমাধান করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও তাঁর বক্তব্যে বলেন- আইন শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন তৎপর আছে। আপনারা সবাই পাশে থেকে সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে। কিছু নিতে আসিনি"আমি সরাইল উপজেলা বাসিকে‘, দিতে এসেছি’।
ইউএনও বলেন, দাঙ্গা বিবাদ ভুলে মিলেমিশে শান্তির সরাইল গড়তে হবে।এ ছাড়াও উক্ত সভায় সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।সভায় মাদক,দাঙ্গা, যানজট, চুরি, এবং অন্যান্য অপরাধমূলক কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয়।সভায় গৃহীত সিদ্ধান্তগুলো কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়।