
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

মৌলভীবাজারে নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তৌহিদুজ্জামান পাভেল। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নিয়োগ নিশ্চিত করা হয়। তৌহিদুজ্জামান পাভেল ২৮তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা। এর আগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পরিচালক হিসেবে তিনি কর্মরত ছিলেন।
