প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ২২:১৫

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের ধানের শীষের প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে। ইতোমধ্যে ঘোষিত প্রার্থী মাহাবুবের রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত আলোচনা সভা ও গণসমাবেশে এই দাবি প্রকাশ্যে তোলা হয়।
