সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ এলাকার অটো মিশুকচালক আমিরুল ইসলাম হত্যার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করে নিহতের অটোর বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত আমিরুল ইসলাম (২০) গত ৫ আগস্ট দুপুরে মিশুক নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে সলঙ্গা থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়। এরপর দীর্ঘ দেড় মাস পর ১৮ অক্টোবর রামকৃষ্ণপুর ইউনিয়নের এক ডোবার কচুরিপানার নিচে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মা কাপড় দেখে লাশ শনাক্ত করেন এবং একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে পুলিশ সুপার মো. ফারুক হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো—সাহেব আলী প্রামানিক (২৫), আব্দুল আজিম প্রাং (৩১) এবং মনিরুজ্জামান সরকার (৪৪)।
গ্রেপ্তারদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে আমিরুলের লুন্ঠিত অটোর হ্যান্ডেল, স্কাপ, মিটার, হেডলাইট, চাকা, গাড়ির বডি ও চারটি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, আসামিরা অটো লুট করতেই পরিকল্পিতভাবে আমিরুলকে হত্যা করে। গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলাটি বর্তমানে অধিকতর তদন্তাধীন।