প্রকাশ: ৪ নভেম্বর ২০২৫, ১৬:৩৭

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে কবিরহাট পৌরসভার আলিয়া মাদরাসা সড়কসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পরিচয় পাওয়া গেছে সিএনজি চালক খোকন (৪৬), শিক্ষার্থী তানিম হাসান (২৬), সুমন (৩৩) এবং শাহাদাত হোসেন (৩৬)। বাকি এক নারীসহ অপর দুইজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
