মৌলভীবাজার জেলার জুড়ীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২০২৪ ইং সনের পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার সানাবিল লাইব্রেরী এন্ড এডুকেশন সেন্টারে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এহসান বিন মুজাহির।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিকাশ দাসের সঞ্চালনায় ও সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুল হান্নান, গুরুগৃহ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক বাদশা মিয়া, জুড়ী শিশু শিক্ষা একাডেমির প্রধান শিক্ষক খোরশিদা আক্তার প্রমুখ।