দেবীদ্বারে ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি ড্রেজার অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ইউএনও) রাকিবুল ইসলামের নেতৃত্বে অভিযানে ড্রেজার ব্যাবসায়ী মোঃ খোরশেদ আলম ও বাবুল মিয়ার দুটি ড্রেজার অপসারণ করা হয়। এসময় কয়েকশত ফুট পাইপ ধ্বংস করা হয়েছে।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জানা গেছে, ফসলি জমি ধ্বংস করে ড্রেজার উৎসবে মেতেছে একদল ভূমিদস্যু। সেই অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ওইসব ড্রেজার ধ্বংস করা হয়েছে। তবে ড্রেজার ব্যাবসায়ী খোরশেদ আলম জানান, আমার ড্রেজারটি দীর্ঘদিন যাবৎ বন্ধ অবস্থায় পুকুরে ফেলে রাখা হয়েছে। অভিযানে আমার বন্ধ ড্রেজারটি ভেঙে ফেলা হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে ড্রেজার চালনায় ২টি ড্রেজার অপসারণ ও কয়েকশত ফুট পাইপ নষ্ট করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। ড্রেজারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।