প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১৬:৪১

ঝালকাঠির রাজাপুরে স্বামীর পরকীয়ার জেরে রেহেনা বেগম (২৫) নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগ উঠেছে স্বামী আরিফ খলিফা ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে রেহেনার মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকার কেরানীগঞ্জ থেকে বাবার বাড়িতে পৌঁছে দিয়েই সটকে পড়েন স্বামী আরিফ। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া।
