ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা নানা মতামত তুলে ধরা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা প্রশাসক মোশারফ হোসাইন।
সভায় বক্তব্য রাখেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগ কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন। হাইওয়ে থানার ওসি মো. জাহাঙ্গীর, উপজেলা বিএনপির সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুর, সরাইল উপজেলা জামায়াত ইসলামীর আমির এনাম খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মাওলানা মঈনুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নৌসাদ আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসের মো. মনির হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা বিউটি আক্তার, মহিলা প্রতিনিধি, মোসাম্মৎ রাজিয়া বেগম মোহাম্মদ আইয়ুব খান প্রমুখ।
এছাড়াও স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন মো. তাসলিম উদ্দিন ,মো. শরিফ উদ্দিন।সভায় উপজেলার সভাপতির বক্তব্যে ইউএনও মো. মোশারফ হোসাইন বলেন, আইন-শৃঙ্খলা ও মাদকের বিষয়ে সবাইকে আরও সচেতন হতে হবে। কেউ তথ্য পেলে সরাসরি বা মোবাইলের মাধ্যমে আমাকে জানাতে পারেন। সরাইল আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমি সর্বাত্মক চেষ্টা করব।তিনি আরও বলেন, যানজট নিরসন ও খাদ্যপণ্যে ভেজাল প্রতিরোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন প্রকার দালালের আস্তানা হবে না।
দালাল থাকবেনা' আমি যতদিন থাকবো। দালাল নির্মূলে প্রশাসন কাজ করছেন। হাসপাতালের দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই মোবাইল কোর্টে একজন দালালকে সাজা দেওয়া হয়েছে। সভায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিসি ক্যামেরা স্থাপন করার নির্দেশনা দেন।এছাড়া তিনি জানান, যানজট নিরসনে সকলের সঙ্গে যৌথ বৈঠক করে যুগো পযোগী সিদ্ধান্ত নেওয়া হবে। চুরি, ছিনতাই ও মাদকবিরোধী কার্যক্রমে আরও তৎপরতা বাড়ানোর আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন। অত্র উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।
উপজেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম পর্যালোচনা, মাদকদ্রব্য ও দাঙ্গা, জলাবদ্ধতার নিরসন,অনলাইন জুয়া,সড়ক দূর্ঘটনা নিয়ন্ত্রণ, শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলা, সড়কের শৃঙ্খলা,অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্তকরন, ট্রাফিক ব্যবস্থাপনা, বাজার মনিটরিং ইত্যাদি বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন। এ ছাড়াও উক্ত সভায় সরাইল উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।