প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৬:৫৪

ঝালকাঠিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত ছয়জন আহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) সকালে নলছিটিতে ও দুপুরে ঝালকাঠি সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে। সকালে সাড়ে ৯টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে পাঁচজন আহত হন।
