দিনাজপুরের হাকিমপুর হিলিতে পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, ভূতুরে বিল, ডিমান্ড চার্জ, লোড চার্জ, এবং হিলি সাব জোনাল বিদ্যুৎ অফিসের নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে হাকিমপুর হিলির সর্বসাধারণ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল এগারোটায় হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে হাকিমপুর উপজেলার সর্বসাধারণের ব্যানারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মন্ডল, সাবেক মেয়র সাখাওয়াত হোসেন শিল্পী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রাজ, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক মোঃ জুয়েল হোসেন, বাংলাহিলি হাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান, সমাজসেবী এনামুল হক সহ সকল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অভিযোগ করে বলেন, হিলি একটি দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর।পল্লী বিদ্যুতের এত ঘনঘন লোডশেডিং এর কারণে, পন্য খালাস, শিক্ষার্থীদের পড়াশোনা, খামারী, চাষাবাদী কৃষকসহ সর্ব সাধারণের ভোগান্তির একমাত্র কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বিদ্যুৎ সংকট নিরসন না হলে কঠোর থেকে কঠোরতম আন্দোলনের হুঁশিয়ারি প্রদান করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, হিলিতে পল্লী বিদ্যুৎ এর অনিয়ম দেখে মনে হয় আমাদের কোন অভিভাবক নাই এবং আমাদের বলারও কিছু নাই। দিনে নামাজ এর সময় বিশেষ করে মাগরিবের নামাজের সময় প্রতিদিন বিদ্যুৎ যাবেই। আমাদের এটা হিলি সাব-জোনাল অফিসের দুষ্টামি। এখান বাহির হয়ে আসতে হবে। আজ অনুরোধ করছি আগামীতে কঠোর প্রতিবাদ করবো বলে হুশিয়ারী দেন বক্তারা।
উক্ত প্রতিবাদ সমাবেশ শেষে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিনুল হক, এবং হাকিমপুর হিলি সাব জোনাল পল্লী বিদ্যুতের এজিএম মোহাম্মদ সোহরাওয়ার্দী বরাবর স্মারকলিপি প্রদান করেন হিলি হাকিমপুরবাসী।