প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৭:১০
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া (৫০) নামে এক বন টহল সদস্য নিহত হয়েছেন। বুধবার ভোরে জানকিছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ মিয়া শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের ডলুছড়া গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে লাউয়াছড়ার কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিজি) সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।