রাজবাড়ীর গোয়ালন্দে মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে পৃথক অভিযানে প্রায় ৩৫ লক্ষ বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫ জেলেকে আটক এবং ৯০ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন।
রবিবার (১৯ অক্টোবর) ভোররাত ৫টা থেকে বেলা ১১ টা পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে ৫ জেলে আটক, ৯০ কেজি ইলিশ ও ৩৫ লক্ষ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। আটককৃত জেলেদের মধ্যে ৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ দিনের জেল ও দুইজনকে ১০০০ হাজার টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয় এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানা ও স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন।