প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৫, ১৯:৪৪
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর ও চরমহিদাপুর চরাঞ্চলে এক দীর্ঘ প্রতীক্ষিত ব্রিজ নির্মাণ সম্পন্ন হয়েছে। পূর্বে এই অঞ্চলের মানুষ বর্ষা মৌসুমে নৌকা ছাড়া নিরাপদে চলাচল করতে পারত না। ব্রিজের নির্মাণের ফলে চরাঞ্চলের সাধারণ মানুষসহ কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় যাত্রীদের জীবনের ঝুঁকি কমেছে।