ইসলামী যুব মজলিস বড়লেখা উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বড়লেখা মজলিস কার্যালয়ে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য মাওলানা আবুল হাসান হাদীকে সভাপতি ও এনামুল হক (মেম্বার)-কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট বড়লেখা উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হন শহীদুল ইসলাম শাহেদ, সহ-সাধারণ সম্পাদক দেলওয়ার হুসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসেন, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক মুখলিসুর রহমান, অফিস ও প্রচার সম্পাদক বুরহান উদ্দিন, নির্বাহী সদস্য আব্দুল মান্নান ফায়েক, মোঃ আব্দুল মুকিত, মোঃ শফীক উল্লাহ ।
সমাপনী অধিবেশনে এম আবুল হাসান হাদীর সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক সৈয়দ আতহার জাকওয়ান, ইসলামী যুব মজলিসের জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, ইসলামী ছাত্র মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি সালমান হোসেন, খেলাফত মজলিসের মৌলভীবাজার জেলা সহসাধারণ সম্পাদক এম এম আতিকুর রহমান, খেলাফত মজলিসের বড়লেখা উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক ফয়ছল আলম স্বপন, উপজেলা সহ-সভাপতি মাওলানা এখলাছুর রহমান, বড়লেখা পৌর সভাপতি মাওঃ লুৎফুর রহমান, বড়লেখা উপজেলা সহ-সাধারণ সম্পাদক মনসুর আহমদ। ।
কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।