মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে পৃথক অভিযানে ১ লক্ষ ৪০ হাজার বর্গমিটার অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও ১৩ জেলেকে আটক এবং ৫৫ কেজি মা ইলিশ জব্দ করেছে প্রশাসন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১০ টা পর্যন্ত পদ্মা নদীর কলাবাগান এলাকা থেকে ১১ জেলে আটক, ১৫ কেজি ইলিশ ও ৪০ লক্ষ বর্গমিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও বুধবার অপর অভিযানে ভোর ৬ টায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১ লক্ষ কারেন্ট জাল, ২ জন জেলে ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। পরে আটককৃত ১১ জন জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ১৪ দিনের কারাদণ্ড প্রদান ও দুই জেলেকে নিয়মতি মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস ও মাছগুলো এতিমখানা ও স্থানীয় অসহায়দের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামানের নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ, দৌলতদিয়া নৌ পুলিশ, কোস্টগার্ডের যৌথ অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, এসআই মেহেদী হাসান অপূর্ব প্রমুখ উপস্থিত ছিলেন।