বরিশালের হিজলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য- সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার এর সভাপতিত্বে তার কার্যালয়ে সকাল ১১টায় দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল গাফফার তালুকদার, সদস্য সচিব এড. দেওয়ান মনির হোসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সৈয়দ গুলজার আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক দেওয়ান সালাউদ্দিন রিমন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার একেএম নূরুল আলম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, হিজলা ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় একটি দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে পূর্ব প্রস্তুতি, দুর্যোগকালীন সময়ে কি করণীয় এবং দুর্যোগ পরবর্তী পদক্ষেপ বিষয়ে উন্মুক্ত আলোচনায় গুরুত্ব পেয়েছে। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইলিয়াস সিকদার তার বক্তব্যে বলেন, হিজলা উপজেলার কয়েকটি ইউনিয়ন নদী বেষ্টিত এলাকায় হওয়ার কারণে ঐসব এলাকার মানুষ দুর্যোগের কবলিত হয় বেশি। ফসলের ক্ষতি সহ জীবনের নিরাপত্তা ঝুঁকিতে কাটাতে হয় দুর্যোগের সময়। তাছাড়া ওখানের রাস্তাঘাট অনুন্নত।
এখানের মানুষকে ঝড় এবং জলোচ্ছ্বাস বা বন্যার সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। অনেক এলাকায় এখনো সাইক্লোন শেল্টার নির্মাণ করা হয়নি। এছাড়া নদী ভাঙন এ এলাকার জন্য একটি অভিশাপের মতো।
আমরা কিভাবে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে প্রশমন পেতে পারি সে বিষয়ে আজকের এই আলোচনা সভা।কারো একার পক্ষে দুর্যোগে টিকে থাকা সম্ভব নয়। তাই সকলের সমন্বয়ে দুর্যোগ পরিস্থিতিতে সামলে উঠতে হবে।