"সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে ফায়ার সার্ভিস কর্মীদের মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর ) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে সরাইল ফায়ার সার্ভিস স্টেশনের লিডার রিয়াজ মাহমুদের নেতৃত্বে, অগ্নিকান্ডে ঘটনায় বিচলিত না হয়ে কিভাবে আগুন নেভানো যায় সে বিষয়ে প্রত্যক্ষ ও অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এসময় উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো. মোশারফ হোসাইনে'র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিফাত বিন রহমান, সরাইল অন্নদা সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রদ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.মাসুদ রাণা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইতি বেগম।
জেলা বিএনপির সদস্য ও সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন,সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও এলাকার গণ্য মান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে সরাইল উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এছাড়া সরাইল উপজেলা চত্বরে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প কালে রক্ষা পাওয়ার উপায় নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের মাধ্যমে অংশ গ্রহণ কারীরা দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।