রাজধানীর গুলশান ও বনানী এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথ অভিযান চালিয়ে ৫টি অবৈধ সিসা বার উচ্ছেদ করেছে। অভিযানে গ্রেপ্তার হয়েছেন ৬ জন, जबकि ২ জন পালিয়ে গেছেন।
শনিবার (১১ অক্টোবর) গুলশানের মনটানা লাউঞ্জ এবং বনানীর দ্য সিলভার লাউঞ্জ, সেলসিয়াস, এক্সটিক ও ইউনিক রিজেন্সী হোটেলে অভিযান পরিচালনা করা হয়। মনটানা লাউঞ্জ থেকে ৩ কেজি অবৈধ শিসা, ৫টি হুক্কা, ২ লিটার বিদেশি মদ, ১২ ক্যান বিয়ার এবং ১২,৮৭০ টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন মো. মাসুম বিল্লা (২৮), মো. রাব্বি (২২), মো. জুলহাস (২৭), রিজোয়ান রোজারীও (৪৫), মো. নাছির উদ্দিন (৪৭) ও নয়ন হোসেন (২০)। পালিয়ে যাওয়া দুইজন হলেন আবু সাইদ (৬২) ও ইবনুল হাসান (৬২), যারা মনটানা লাউঞ্জের মালিক।
ডিএনসির ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ জানান, আসাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এছাড়া তারা নিকোটিনযুক্ত সিসা, বিদেশি মদ ও বিয়ার বিক্রি ও সরবরাহ করত। অভিযান চলাকালে বাকি দুইজন পালিয়ে যান, তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, রাজধানীর এই ধরনের অবৈধ সিসা বারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে যাতে মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বেচাকেনা রোধ করা যায়।