পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা নামক স্থানে র্যাবের মিনিবাস ও ধানসিড়ি ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন।
শনিবার (১১ অক্টোবর) সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— র্যাবের মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) এবং দুই বছর বয়সী শিশু পিয়াম। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল সিএমএইচে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধানসিড়ি পরিবহনের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে যাচ্ছিল, আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। ফতুল্লা এলাকায় পৌঁছালে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে কমপক্ষে ২৩ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত র্যাব সদস্য এএসআই আবদুল আলীমকে বরিশাল সিএমএইচে নেওয়া হলে তিনিও মারা যান।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম জানান, “ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর সড়ক কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন চলাচল স্বাভাবিক রয়েছে।”