প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭
কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ সড়কে ক্যাভার্ব ভ্যান গাড়ীর সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ জন বাইক আরোহী নিহত এবং অপর একজন গুরুতর আহত হয়েছেন।
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের সশস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ সেনা সদস্য ও পুলিশ কর্মকর্তারা গুরুতর আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামলায় মেজরসহ অন্তত ১৩ জন সেনা সদস্য আহত হন বলে জানা গেছে। এছাড়া গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) ও আরও দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, হঠাৎ এলোপাতাড়ি গুলি
জলাতঙ্ক নির্মূলে কাজ করি সবাই মিলে'—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া সরাইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে নেতৃত্ব দেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
খাগড়াছড়ি মডেল মসজিদে আগুন দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ খণ্ডন করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানিয়েছে, ভিডিওটি খাগড়াছড়ির নয়, বরং দিনাজপুরে সংঘটিত একটি ঘটনার। রোববার (২৮ সেপ্টেম্বর) প্রেস উইং এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি খাগড়াছড়ি সদরে পাহাড়ি এক কিশোরী ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে। এ সময় বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে
খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে ‘জুম্ম-ছাত্র জনতা’র ডাকে অবরোধ চলাকালে রোববার দুপুরে রামেসু বাজারে ব্যাপক অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাজারের বহু দোকান ও আশপাশের বসতবাড়ি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করেই বাজারে কয়েকজন মুখোশধারী এসে লুটপাট চালায় এবং পরে আগুন ধরিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কমপক্ষে ২০টি দোকান ও বেশ কয়েকটি বসতবাড়ি সম্পূর্ণভাবে আগুনে পুড়ে গেছে। বাজারের
ইতালির ভুয়া নুলস্তা দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাদারীপুরের ডাসারে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী পরিবার। এই মামলার ভিত্তিতে পুলিশ ঢাকায় অভিযান চালিয়ে প্রতারণা চক্রের অন্যতম সদস্য তানজিনা আহম্মেদ (৩৭) কে গ্রেফতার করেছে। ডাসার থানার এসআই সুবীর সূত্রধর জানান, গতকাল রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে রাজধানীর কলাবাগান বশিরউদ্দিন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।