দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে যশোরের মনিরামপুর উপজেলায় ভূমিকম্পটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল মনিরামপুরেই। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর জানান, “এটি তেমন শক্তিশালী না হলেও মানুষ তা স্পষ্টভাবে অনুভব করেছে।”
সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ১৫৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। স্থানীয়ভাবে কম্পন সামান্য হলেও বেশ কিছু এলাকায় মানুষ তা অনুভব করে আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে।
চলতি মাসে এটিই দেশে তৃতীয় ভূমিকম্প। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার মাঝারি ভূমিকম্প হয়। আর ২১ সেপ্টেম্বর সিলেট বিভাগের ছাতকে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
ঘনঘন ভূমিকম্পের কারণে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। যদিও এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রবণ এলাকায় সচেতনতা ও প্রস্তুতি বাড়ানো জরুরি।
স্থানীয়ভাবে এ কম্পনের কারণে অল্প সময়ের জন্য আতঙ্ক সৃষ্টি হলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের নিম্নমাত্রার ভূমিকম্প মাটির ভেতরের চাপে সৃষ্ট প্রাকৃতিক প্রক্রিয়ার অংশ।