
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৭

কোনো ট্যাগ পাওয়া যায়নি
সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদ্রাসা সুপার নিয়োগকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে এবং উত্তেজনা বেড়ে যাওয়ায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার সকালে উপজেলার মালতী নগর হযরত শাহজামাল দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী অভিযোগ করেছেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপার ও এবতেদায়ী প্রধানের পদে নিয়োগের চেষ্টা চলছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুপার ও এবতেদায়ী প্রধানের পদ শূন্য থাকায় মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন। বিজ্ঞপ্তির পর সুপার পদে সাতজন এবং এবতেদায়ী প্রধান পদে চারজন আবেদন করেন এবং নিয়োগ কমিটি তাদের বৈধ ঘোষণা করে পরীক্ষার জন্য ডাকেন।
আজ সকালেই মাদ্রাসার হলরুমে লিখিত পরীক্ষা শুরু হয়। কিন্তু এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি অভিযোগ তোলেন এটি একটি পাতানো নিয়োগ এবং পরীক্ষাটি বাতিলের দাবি জানান। তারা নিয়োগ কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে পরীক্ষাটি বন্ধ করার চেষ্টা করেন।
তাদের দাবি উপেক্ষা করে পরীক্ষা চলতে থাকলে উত্তেজনা চরমে ওঠে এবং হট্টগোলের সৃষ্টি হয়। খবর পেয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতির অবনতি দেখে অবশেষে ডিজির প্রতিনিধি পরীক্ষা স্থগিত ঘোষণা করেন।
এলাকাবাসীর অভিযোগ, ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম গোপনে মাদ্রাসার সহসুপার মাওলানা আব্দুল মালেককে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুপার পদে নিয়োগের চেষ্টা করছেন। তারা আরও জানান এবতেদায়ী প্রধান পদের জন্যও একইভাবে টাকা নেওয়া হচ্ছে।

স্থানীয়রা দাবি করেন নিয়োগের মাধ্যমে যদি টাকা নেওয়া হয় তবে তা মাদ্রাসার উন্নয়ন ফান্ডে জমা করতে হবে। তারা অভিযোগ করেন বর্তমান সহসুপার আব্দুল মালেক তাড়াশের চকজয় কৃষ্ণপুর দাখিল মাদ্রাসা থেকে ১২ লাখ টাকা ঘুষের বিনিময়ে এই পদে এসেছেন যার কোনো হিসাব নেই।
এলাকাবাসী বলেন উচ্চ ডিগ্রিধারী ও যোগ্য প্রার্থীদের বাদ দিয়ে অযোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়া হলে মাদ্রাসার ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হবে। তারা ন্যায্য নিয়োগের দাবি জানান এবং পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।
এ বিষয়ে ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম দাবি করেন সরকারী বিধি অনুযায়ী নিয়োগ সার্কুলার দিয়ে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল এবং কোনো ধরনের টাকা নেওয়া হয়নি। কিন্তু কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে নিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন।