প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:২৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বরিশালের হিজলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে শহীদ বাকীউল্লাহ পাঠাগার চত্বরে সমাবেশস্থলে দলীয় নেতাকর্মীরা জড়ো হন।
সমাবেশ শুরুর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পাঠাগার চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানান। একই সঙ্গে তারা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির উপর জোর দেন।
হিজলা উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নুরুল আমিন সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে এই দাবিগুলো বাস্তবায়ন অপরিহার্য।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন। তিনি বলেন, “পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।”
তিনি আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে কেন্দ্রের নির্দেশে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। কোন প্রকার ভোট ডাকাতি বা অনিয়ম যাতে না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সমাবেশে উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ গুলজার আলম সঞ্চালকের দায়িত্ব পালন করেন। নায়েবে আমীর মাওলানা হারুন অর রশিদসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান সময়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন প্রয়োজন। এর অংশ হিসেবে হিজলায় আজকের কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।