
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের সরকারি গাড়ির জ্বালানি খরচ দেখিয়ে ভুয়া বিল উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবিনা ইয়াসমিনের বিরুদ্ধে। ইনিউজের জেলা প্রতিনিধি তথ্য সংগ্রহে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা তথ্য অধিকার আইন অনুযায়ী আবেদন করতে বলেন। সে অনুযায়ী গত ২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে আবেদন করা হলেও দীর্ঘ তিন মাসেও কোনো তথ্য প্রদান করা হয়নি।
