রাজবাড়ীর গোয়ালন্দে স্কুল, কলেজ ও মাদ্রাসাসমূহে স্বাস্থ্য, প্রজননস্বাস্থ্য, পুষ্টি ও বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা ও কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা সবার প্রাপ্য। সরকার এগুলোর বাস্তবায়নে অনেক সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। আমাদের এলাকার কিশোর কিশোরীদের ভালো রাখার জন্য এবং স্কুলে বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য শিক্ষা পাঠদান ঠিকমতো করানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নিতে হবে। আপনারা যারা বিদ্যালয় কমিটিতে আছেন তারা এগুলো নিয়মিত ফলোআপ করবেন বলে ক্যাম্পেইনে আলোচনা করা হয়।
ক্যাম্পেইনে রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যাক্ষ আঃ কাদের শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইউওনও মো. সাথী দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ সালমা বেগম সহ কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ।