প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১০
খাগড়াছড়ি সদরে এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হয় আধাবেলা সড়ক অবরোধ। ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদসহ আরও তিনটি সংগঠন এ কর্মসূচিতে সংহতি জানায়। ভোরের প্রথম প্রহরেই শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা ও গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায়। কোথাও কোথাও গাড়ি লক্ষ্য করে গুলতি নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায় এবং সড়ক যোগাযোগ একেবারে বন্ধ হয়ে যায়।