প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৫৪
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মৌলভীবাজারের রাজনগর থানার খেয়াঘাট বাজার-আব্দুল্লাহপুর সড়কের অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন এবং ভাঙা রাস্তা মেরামতের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার ১নং ফতেহপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জাহিদপুর সিরাজ মার্কেট থেকে বিশাল মিছিল বের হয়ে আব্দুল্লাহপুর হয়ে আব্দুল্লাহপুর বাংলাবাজার পর্যন্ত যায়। পরে বাজারে এসে মানববন্ধনে অংশ নেন এলাকাবাসী। তাদের হাতে ছিল দাবি সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল্লাহপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ, জাহিদপুরের প্রবীণ মুরুব্বি আব্দুল আলী, আব্দুল্লাহপুর মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শাহ আলম, নানু মিয়া প্রমুখ। তারা বলেন, দীর্ঘদিন ধরে খেয়াঘাট টু আব্দুল্লাহপুর সড়কের বেহাল দশা এলাকাবাসীর ভোগান্তি বাড়িয়ে তুলেছে।
বক্তারা জানান, সড়কটির বিভিন্ন জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাশিমপুর থেকে জাহিদপুর পর্যন্ত রাস্তা খুঁড়ে কাজ শুরু হলেও গত এপ্রিল থেকে তা বন্ধ রয়েছে। এতে সাধারণ মানুষের যাতায়াত কষ্টকর হয়ে পড়েছে। অসুস্থ রোগী, নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ছে।
শিক্ষার্থীদেরও নিয়মিত ক্লাসে সময়মতো পৌঁছাতে সমস্যা হচ্ছে। এ কারণে জনজীবন স্থবির হয়ে গেছে। বক্তারা সড়ক বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত কাজ সম্পন্নের আহ্বান জানান।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়ক মেরামতের জন্য তারা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। তারা আশা করছেন এই মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে তাদের সমস্যার সমাধান দ্রুত হবে।
মানববন্ধনে ৩নং ওয়ার্ডের সচেতন নাগরিক ফোরামের পক্ষ থেকে ঘোষণা পত্র পাঠ করেন রাশেদ বিন শফিক। তিনি বলেন, সড়ক মেরামতের দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।
অংশগ্রহণকারীরা বলেন, এলাকার উন্নয়নকাজ যেন সময়মতো সম্পন্ন হয় এবং জনগণের ভোগান্তি দূর হয় সেই দাবিতেই তারা রাস্তায় নেমেছেন। তারা আশা করেন প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।