প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৭
খাগড়াছড়িতে ধর্ম-বর্ণ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান ও সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
তিনি বলেন, বাংলাদেশের ধর্ম-বর্ণ ও বিভিন্ন জাতিগোষ্ঠী বহুদিন ধরে মিলেমিশে বসবাস করছে। এই ঐতিহ্যকে আগামী প্রজন্মের জন্য লালন করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যেন সম্প্রীতির বন্ধন বিনষ্ট না হয়।
ড. খালিদ হোসেন বলেন, যাদের দ্বিতীয় ঠিকানা বিদেশে, তাদের দেশপ্রেমের ঘাটতি আছে। কিন্তু আমরা যারা এই দেশে আছি, আমাদের প্রথম এবং শেষ ঠিকানা বাংলাদেশ। তিনি সৎ উপার্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় উপসনালয় অপবিত্র করার চেষ্টা রোধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন।
সভায় তিনি আরও জানান, দুর্গাপূজা উদযাপনের জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ৭৫ লাখ টাকা এবং সমতলের জন্য ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া কঠিন চীবর দান উৎসবের জন্য বরাদ্দ করা হয়েছে ২ কোটি টাকা।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ছাদেক আহমদ, জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার, পুলিশ সুপার আরেফিন জুয়েল ও জোন কমান্ডার লে. কর্নেল খাদেমুল ইসলাম। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
ড. খালিদ হোসেন সভায় ধর্মীয় সহনশীলতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরে বলেন, এই দেশ আমাদের সবার। তাই আমাদের মিলেমিশে কাজ করে এই সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে হবে।
সভায় বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে সে বিষয়ে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
এর আগে প্রধান অতিথি মানিকছড়ি দারুল ইহসান মাদরাসায় সিরাতুন্নবী (সা.) সেমিনার ও দোয়া মাহফিলে যোগ দেন। তিনি সেখানে ইসলামি মূল্যবোধ ও শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন।