প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৬
কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে চলছে। এবার উপজেলার ১০৩টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দূর্গা পূজা। প্রতিমা শিল্পীরা রং-তুলি ও অলঙ্করণের মাধ্যমে দেবী দুর্গার চোখের সূক্ষ্ম শিল্পকর্ম ফুটিয়ে তুলছেন।