রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে ভাবীর উপর অভিমান করে নিজ ঘরের বাঁশের সাথে গলায় ফাঁস দিয়ে লাখি আক্তার (১৬) নামে একজন কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মৃত লাখির মা ৫/৭ দিন আগে তার স্বামী, মেয়ে ও ছেলের বউকে রেখে তার মেজো মেয়ের বাড়িতে বেড়াতে যায়। ঘটনার দিন মৃত লাখির বাবা সকালে ছেলের বউ ও মেয়েকে রেখে ভিজিএফ কার্ডের চাউল তোলার জন্য উজানচর ইউনিয়ন পরিষদে গেলে এরই ফাঁকে কোনো এক সময় অভাব-অনটনের কারণে মৃত লাখি ও তার ভাবী দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে মৃত লাখি তার ভাবীর উপর অভিমান করে তাদের বসত ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকাল সাড়ে ৯ টার দিকে বিপ্লব নামের একজন প্রতিবেশী তাদের বাড়িতে গেলে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে মৃতের ঘরের দরজা বন্ধ দেখে জানালার ফাঁকা দিয়ে তাকিয়ে দেখেন আখি ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। তাৎক্ষণিক তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে ঘরের দরজা ভেঙে মৃতদেহ নিচে নামিয়ে দ্রুত চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ্ আল মামুন জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট আসার পর মৃত্যুর আসল কারন জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।