প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৯
ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই মন্তব্য করে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল বলেছেন, বিগত ৫৪ বছরেও এ দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। যারাই ক্ষমতায় এসেছে তারাই দুর্নীতি করেছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে দেশে একদলীয় লুটপাট, খুন-গুম, অপকর্ম আর দুর্নীতির রাজত্ব কায়েম হয়েছিল। ক্ষমতার অপব্যবহারে তারা ফ্যাসিবাদে পরিণত হয়েছিল। এখন আবার নতুন ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে। তাই আগামীতে ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি ঠেকাতে ঐক্যের বিকল্প নেই। গতকাল মৌলভীবাজার শহরের বেঙ্গল কনভেনশন হলে মজলিসের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।