প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৯
বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আল-কোরআন পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। নবিজি (সা.)-এর দিকনির্দেশনায় সেই সময়ে নারীর অধিকার ও সম্মান প্রতিষ্ঠা পেয়েছিল। বর্ণ ও জাতিগত বৈষম্য নিরসন, উত্তরাধিকার আইন এবং নারী শিক্ষার ক্ষেত্রেও আধুনিকতার ছোঁয়া লক্ষ্য করা যায়।
রোববার (২১ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় মুক্তমঞ্চে ঈদে মিলাদুন্নবি উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি নবিজি (সা.)-এর আদর্শের গুরুত্ব তুলে ধরে বলেন, সিরাতে রাসুল (সা.) এক কালজয়ী আদর্শ।
ড. খালিদ হোসেন আরও বলেন, নবিজির আদর্শের আলোকে পৃথিবী আলোকিত হয়েছিল এবং জাহিলিয়াতের অন্ধকার দূর হয়েছিল। কিন্তু আজকের যুগে বাহ্যিক আচরণে যত মনোযোগী আমরা, অন্তরের জীবনাচরণে সিরাত ও সুন্নাতের প্রভাব ততটা প্রতিফলিত হচ্ছে না। তিনি সবাইকে আহ্বান জানান, জীবনে সিরাত ও সুন্নাতকে কার্যকর করা উচিত।
উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র থেকে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। তিনি বলেন, এই আয়োজন শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এক মহৎ শিক্ষামূলক উদ্যোগ। মহানবি (সা.) বলেছেন, জ্ঞানার্জন প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য জরুরি এবং জ্ঞানচর্চার মাধ্যমে জীবন সমৃদ্ধ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন, কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান এবং জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আব্দুল মুনয়িম খাঁন।
দিনব্যাপী নানা আয়োজনে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবি উদযাপন করা হয়। আলোচনা সভার পরে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে বাদ-জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ইসলামী জ্ঞান, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক হয়। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীরা নবিজির আদর্শ অনুসরণ ও শিক্ষার মাধ্যমে জীবনে সমৃদ্ধি অর্জনের প্রয়োজনীয়তা নিয়ে শিক্ষণীয় বার্তা গ্রহণ করেন।