কুমিল্লার দেবীদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামে খেলতে গিয়ে পুকুরে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহতরা হলো—জারিফ (২), আব্দুল জলিলের পুত্র এবং নাবিলা (২), সোহাগ হোসেনের কন্যা। তারা আপন চাচাতো ভাইবোন। নিহত শিশুদের পিতা জলিল ও সোহাগ চান্দপুর গ্রামের মোসলেম উদ্দিনের বড় ও মেজ ছেলে।
নিহতদের চাচা সাকিব জানান, “সকাল ১০টার দিকে আমি নাস্তা খেয়ে বের হওয়ার আগে উঠানে জারিফ ও নাবিলাকে খেলতে দেখি। কিছুক্ষণ পরেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পুকুরে খোঁজাখুঁজি করে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়।”
প্রথমে স্থানীয় ফার্মেসিতে নেওয়া হলে পল্লী চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এরপর দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকরা একই ঘোষণা দেন।
শিশুদের মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম জুড়ে শোকের মাতম নেমে এসেছে। এলাকার মানুষ এ দুর্ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েছেন।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পাইনি। যদি পরিবার লিখিত অভিযোগ করে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”