প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৭
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন ছেড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারকালে ১০ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। একই সঙ্গে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এই তথ্য নিশ্চিত করেন।