ইসলামী যুব মজলিস কমলগঞ্জ উপজেলা শাখা পুনর্গঠন উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় স্থানীয় মিলনায়তনে দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখা গঠন কার্যক্রম পরিচালনা করেন ইসলামী যুব মজলিসের মৌলভীবাজার জেলা সভাপতি প্রিন্সিপাল মোঃ এহসানুল হক।
কাউন্সিলে ২০২৫-২৬ সাংগঠনিক সেশনের জন্য আনিসুল ইসলাম চৌধুরী সাকেরকে সভাপতি ও মোঃ নজরুল ইসলাম সজিবকে সাধারণ সম্পাদক করে ১৩সদস্য বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা কমিটি ঘোষণা করা হয়।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথবাক্য পাঠ করান সংগঠনের জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
উপজেলা কমিটির সহ-সভাপতি শফিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক সোহাইল আহমদ, অর্থ সম্পাদক আব্দুর রশিদ, প্রচার সম্পাদক সালমান সাদী , অফিস সম্পাদক আব্দে রাব্বি, প্রশিক্ষণ সম্পাদক সালেহ আহমদ, প্রকাশনা সম্পাদক হোসাইন আহমদ রুহিন, সদস্য মাহবুবুর রহমান, ফাহিম আহমদ, ও সুবহান আলী।
সমাপনী অধিবেশনে আনিসুল ইসলাম সাকেরের সভাপতিত্বে ও মোঃ নজরুল ইসলাম সজিবের সঞ্চালনায়
কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী যুব মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মোঃ এহসানুল হক।
কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামি যুব মজলিস মৌলভীবাজার জেলা সেক্রেটারি সৈয়দ আতহার জাকওয়ান, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা হুসাইন আহমদ খালেদ, সহ-সভাপতি মাওলানা লুৎফুর রহমান জাকারিয়া, জেলা যুব মজলিসের সহ-সভাপতি এম খসরু, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সিহাব উদ্দিন, খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওঃ সাইফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা সদরুল ইসলাম মাসুম, জেলা যুব মজলিসের সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক খালিদ সাইফুল্লাহ, শ্রমিক মজলিসের উপজেলা সভাপতি আবুল বাশার, ইসলামী ছাত্র মজলিস উপজেলা সভাপতি মাহি আহমদ, খেলাফত মজলিসের উপজেলা নির্বাহী সদস্য আব্দুস সালাম।
কাউন্সিলে মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।