প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারত সীমান্তবর্তী চরপাঁকা গ্রামে ভারত থেকে আসা একটি বুনো শূকরের আক্রমণে অন্তত ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে শূকরটি গ্রামের দিকে প্রবেশ করলে গ্রামের মানুষরা তা তাড়া করতে গিয়ে শূকরটি হিংস্র হয়ে ওঠে এবং একে একে ছয়জনকে কামড়ে আহত করে।