প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩২
নেপালে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে সংসদ ভেঙে দিয়েছেন। একইসঙ্গে আগামী ২০২৬ সালের ৫ মার্চ নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন।