অসময়ে যমুনা নদীর পানি বৃদ্ধি সিরাজগঞ্জের চরাঞ্চলজুড়ে আতঙ্ক তৈরি করেছে। ক্রমেই নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আগাম মৌসুমি সবজি আবাদ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও গত ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার বেড়েছে। একইভাবে কাজিপুর মেঘাই পয়েন্টেও পানি বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮০ মিটার, যা বিপৎসীমার ১ মিটার নিচে।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণের কারণে পানি বাড়ছে। গত পাঁচ দিন ধরে যমুনার সঙ্গে ফুলজোড়, ইছামতি ও করতোয়ার মতো স্থানীয় নদ-নদীর পানিও বাড়ছে। এর ফলে নিচু জমিগুলোতে আগাম রোপিত শীতকালীন সবজি প্লাবিত হচ্ছে।
স্থানীয় কৃষকরা বলছেন, শীতকালীন সবজির মৌসুম এখন শুরু। তারা আগাম বাঁধাকপি, ফুলকপি, শাকসবজি আবাদ শুরু করেছিলেন। হঠাৎ পানি বেড়ে যাওয়ায় ক্ষেতের অনেক ফসল ডুবে গেছে। পানি আরও বাড়তে থাকলে পুরো আবাদ নষ্ট হয়ে যাবে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, পানি আরও দুই থেকে তিনদিন বাড়তে পারে। তবে বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা নেই। বন্যার আশঙ্কাও নেই।